স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সম্প্রতি অনুষ্ঠিত পৌর মেলায় নিয়মিত সেভেন স্টার র্যাফেল ড্রতে পাওয়া মোটরসাইকেলটি পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার পক্ষ থেকে তার মালিককে হস্তান্তর করেছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় পৌরসভার পক্ষ থেকে শহরের টিভিএস শো-রুমে টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেলটি সাতগাড়ীর মৃত আফসার মণ্ডলের ছেলে রাশিদুল ইসলামকে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, ১ নং প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, ২ নং প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শরিফ হোসেন দুদু, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেলা অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল মেলার সমাপনী দিনে নিয়মিত সেভেন স্টার র্যাফেল ড্র’র টিকেট কিনে ১০০ সিসি টিভিএস মেট্রো মোটরসাইকেল পান সাতগাড়ির রাশিদুল ইসলাম। কিন্তু র্যাফেল ড্র কর্তৃপক্ষ মোটরসাইকেলটি তার কাছে হস্তান্তর না করে সটকে পড়ে। পরে গতকাল বিকেলে পৌর মেয়র তার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার পক্ষ থেকে মোটরসাইকেলটি রাশিদুলকে হস্তান্তর করেন।