চুয়াডাঙ্গা মাস্টারপাড়ায় নেশাখোরদের ডেরায় গোয়েন্দা পুলিশের অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের মাস্টারপাড়ার কালিপদ প্রাথমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত ভাঙা বাড়ি থেকে ইয়াবা সেবনকারী ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতরাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস ও এসআই ইব্রাহীম সঙ্গীয় ফোর্স নিয়ে ১০ জনকে আটক করেন। উদ্ধার করেন ৮৫ পিস ইয়াবা ও ৭২ পুরিয়া গাঁজা।
আটককৃতরা হলো- মাস্টারপাড়ার মৃত ফয়জু্দ্দিনের ছেলে রেজাউল হক (৩৫), লিয়াকত আলীর ছেলে ইয়াছিন (৩৫), স্বর্গীয় কমলের ছেলে পরেশ কুমার (৪০), পোস্ট অফিসপাড়ার সন্তোষ কর্মকারের ছেলে শম্ভু কর্মকার (৩৯), বেলগাছির মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৮), মাস্টারপাড়ার আবু কাওছারের ছেলে শরিফুল ইসলাম মানিক (২৫), বেলাগাছি ঈদগাপাড়ার খোকনের ছেলে কনক আহম্মেদ রকি (২৫), বড়বাজারপাড়ার সুকুমারের ছেলে মিঠুন কুমার ও মাস্টারপাড়ার মিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮)।
পুলিশ বলেছে, আটককৃতরা মাস্টারপাড়াস্থ কালিপদ স্কুলের নিকটস্থ ভাঙাবাড়িতে বসে গাঁজা ও ইয়াবা সেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটকের পর এদেরকে গোয়েন্দা পুলিশ দফতরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সোমাবার ১০ জনকেই আদালতে সোপর্দ করা হবে।