বিশ্ব টুকিটাকি : হলিউড তারকা লিন্ডসে লোহান ইসলাম গ্রহণ করছেন!

সৌদি পানি ও বিদ্যুমন্ত্রী বরখাস্ত

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের পানি ও বিদ্যুতমন্ত্রী আবদুল্লাহ আল হোসেইনকে বরখাস্ত করা হয়েছে। পানির দাম বাড়ানো নিয়ে মতদ্বৈতা সৃষ্টির কারণে তাকে সরে যেতে হয়েছে। কৃষিমন্ত্রী আবদুল রাহমান আল ফাদলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই মন্ত্রণালয়ও দেয়া হয়েছে। এ রাজকীয় ডিক্রিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থনৈতিক সংস্কারের দায়িত্বে থাকা ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি সপ্তাহে বলেছিলেন, পানির কর বাড়ানোটা পরিকল্পনা বাস্তবায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। অর্থনৈতিক সমস্যার কারণে সৌদি আরব এখন বিদ্যুত ও পানির ঘাটতি কমাতে চাইছে। কিন্তু রাজনৈতিক স্পর্শকাতর বিবেচনায় সেটা বাস্তবায়ন খুবই কঠিন ব্যাপার। কয়েক বছরের মধ্যে গত ডিসেম্বরে জাতীয় বাজেটের সময় প্রথমবারের মতো পেট্রোলের দাম বাড়ানো হয়। দেশটিতে বিদ্যুতের চাহিদা ১০ ভাগ করে বাড়ছে। তেল দিয়েই দেশটিতে বিদ্যুত উৎপাদন করা হয়। এই খাতে চাহিদা কম থাকলে তেল বিক্রি আরো বাড়ানো যেতো। রিয়াদ পরমাণু এবং নবায়নযোগ্য জ্বালানি প্লান্ট বসানোর পরিকল্পনা করছে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

 

প্রশান্ত মহাসাগর পাড়ি দিলো জ্বালানিবিহীন বিমান

মাথাভাঙ্গা মনিটর: সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস-২ এক ফোটা জ্বালানি খরচ না করেই রোববার ক্যালিফোর্নিয়ায় অবতরণ করেছে। প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়ার মাধ্যমে বিশ্ব ভ্রমণ সম্পন্ন করার পথে আরো একধাপ এগিয়ে গেলো সোলার ইম্পালস। বিমানচালক বার্টান্ড পিকার্ড ক্যালিফোর্নিয়ায় অবতরণের আগে বলেন, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছি বন্ধুরা। আমি এটা করতে ভালোবাসি। তিনি হাওয়াই থেকে বিমানটি চালিয়ে ক্যালিফোর্নিয়ার একটি বিমান ঘাঁটিতে পৌঁছান। পিকার্ডের এই দুঃসাহসী যাত্রার সবচেয়ে বিপজ্জনক অংশটি ছিলো প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়া। কারণ জরুরি পরিস্থিতিতে মহাসাগরে বিমান অবতরণের কোনো সুযোগ ছিলো না।

 

হলিউড তারকা লিন্ডসে লোহান ইসলাম গ্রহণ করছেন!

মাথাভাঙ্গা মনিটর: হলিউডের বিতর্কের রানী লিন্ডসে লোহান নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন গুঞ্জন অনেক আগে থেকেই চাউর ছিলো। অবশ্য সে সব গুজব সৃষ্টির জন্য লোহানের কৃতকর্মই দায়ী ছিলো। মাঝে মধ্যে তার কথাবার্তায়ও খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করার ইঙ্গিত পাওয়া যেতো। এবার সেই ইঙ্গিতটিই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে দাবি করছে কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যম। জার্মানির সংবাদমাধ্যম ডয়েসে বেলের বরাতে জানা যায়, নিজ ধর্ম ত্যাগ করার ব্যাপারে মন্তব্য করে লোহান বলেন, খ্রিস্ট ধর্ম ছেড়ে মুসলমান হওয়ার কথা ভাবছি আমি। পবিত্র কোরআন হাতে লিন্ডসে এর আগে ২০১৫ সালে একটি শিশুকেন্দ্রে ২৯ বছর বয়সী এ অভিনেত্রীকে পবিত্র কোরআন শরিফ বহন করতে দেখা গিয়েছিলো। তখনি হলিউডপাড়ায় জোর গুঞ্জন উঠে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ তারকা।

 

বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত বিপাশা

মাথাভাঙ্গা মনিটর: বলিউড অভিনেত্রী বিপাশা বাসু ও করণ সিং গ্রোভারের বিয়ে আর বেশি দূরে নয়। আর তাই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বিপাশা। সবকিছু নিজেই তদারকি করছেন এই অ্যালোন অভিনেত্রী। এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের প্রত্যেকটি বিষয় চমক হিসেবে রাখতে চান বিপাশা, এমনটি করণকেও চমক দিতে চান তিনি। মূল অনুষ্ঠানের সবকিছু নিজেই দেখছেন তিনি। এই আয়োজনে বিপাশার বাবা-মা তাকে সাহায্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি লাউঞ্জে ২৯ এপ্রিল যৌথভাবে মেহেদি ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হবে। ৩০ এপ্রিল বিয়ের দিন সকালে হলুদ অনুষ্ঠান করা হবে। দক্ষিণ মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলে বাঙালি রীতিতে বিপাশা-করণের বিয়ে হবে। তবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেননি এই জুটি। এর বিপরীতে বিয়ের দিন রাতেই কাছের বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছে। বিপাশার সাথে করণের এটি তৃতীয় বিয়ে। এর আগে শ্রদ্ধা নিগম ও