নির্বাচনী ডিউটি ফাঁকি দিয়ে ফেরার পথে চুয়াডাঙ্গায় দুর্ঘটনার কবলে

দামুড়হুদা থানার আলোচিত দারোগা মৃত্যুশয্যায়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার আলোচিত দারোগা শিকদার মনিরুল ইসলাম মনির হোসেন মৃত্যুশয্যায়। আলমডাঙ্গা উপজেলার ইউপি নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে নির্ধারিত সময়ের আগেই গতকাল রোববার ভোরে মোটরসাইকেলযোগে ফেরার পথে চুয়াডাঙ্গা কানাপুকুরের নিকটস্থ বাঁকে দেয়ালের সাথে ধাক্কায় গুরুতর জখম হন তিনি।

এসআই মনিরকে ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় নেয়ার পরমার্শ দেন কর্তব্যরত চিকিৎসক। সকালেই এক ব্যাগ রক্ত দিয়ে তাকে দ্রুত ঢাকার উদ্দেশে নেয়া হয়।

এসআই মনির মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর সাথে লড়ছেন। অপরদিকে সড়কে রাতের টহলে থাকা দুটি দলকে পড়তে হয়েছে প্র্রশ্নের মুখে। মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে এসআই মনির চুয়াডাঙ্গার দিকে ছুটছে দেখেও ওই টহল দল কেন জেলার পদস্থ কর্তার কাছে খবরটি দিলেন না? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে টহলদল দুটিও পড়েছে দায়িত্বে অবহেলার প্রশ্নে।

উল্লেখ্য, এসআই মনির দামুড়হুদা থানায় যোগদানের পর একের পর এক অভিযোগে অভিযুক্ত হলেও তার বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেয়ার খবর মেলেনি। আলোচিত সেই দারোগা কর্তব্যে ফাঁকি দিয়ে ফেরার সময় দুর্ঘটনায় গুরুতর জখমের খবরও নানাভাবে গোপন করার চেষ্টা চলে। অবশ্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এহসানুল হক মাসুম বলেছেন, আঘাত গুরুতর। দারোগা মনির এখন মৃত্যুর সাথে লড়ছেন। কারণ তার মাথায় গুরুতর আঘাত। এ ধরনের আঘাতে রোগীকে বাঁচানোই কঠিন হয়ে পড়ে।