দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পীরপুরকুল্লাহ বর্ডার মাঠে অনুমতিহীনভাবে ৪টি গভীর নলকূপ স্থাপন বিষয়ে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, সেচ কমিটির সদস্য সচিব বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহজালাল আবেদীন এবং বিএডিসি অফিসের আজিজুল হক সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালীন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক সমাজের প্রতিনিধিসহ গভীর নলকূপ স্থাপনকারীরা উপস্থিত ছিলেন। তদন্ত কমিটি উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং সমঝোতার জন্য তিনদিনের সময় দেন। তদন্ত কমিটির আহ্বায়ক জানান, নলকূপ স্থাপনকারীরা যদি তিন দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে আমরা সেচ ব্যবস্থাপনা আইনুযায়ী ব্যবস্থা নেবো।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা সেচ কমিটিকে না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে পীরপুরকুল্লাহ বর্ডার মাঠে সম্প্রতি ৪টি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। এরই প্রেক্ষিতে ৯ এপ্রিল শনিবার উপজেলা সেচ কমিটির সভায় ওই মাঠে গভীর নলকূপ স্থাপনের কাজ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয় এবং সরেজমিন পরিদর্শনের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তারই আলোকে গতকাল ওই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।