পঞ্চম ধাপেও আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত
স্টাফ রিপোর্টার: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬ ও জীবননগরের ২টি, ঝিনাইদহ জেলা সদরের ৭টিসহ ৭৩৩ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীর এ তালিকা ঘোষণা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
পঞ্চম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে ভোট হবে চুয়াডাঙ্গা দামুড়গহুদার ৬টি, জীবননগর উপজেলার ২টি ও ঝিনাইদহ সদরের ৭টিসহ দেশের মোট ৭৭৭ ইউনিয়ন পরিষদে। এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণার সময় মাহবুব উল আলম হানিফ বলেন, সামনের নির্বাচনগুলো সম্পূর্ণ ত্রুটি ছাড়া সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। নির্বাচনকে ত্রুটিহীন করার জন্য আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, মনোনয়ন নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, মাঠপর্যায়ে আমরা খবর নিয়ে দেখেছি অভিযোগগুলো ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের যে ইউনিয়নে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা খলিলুর রহমান, কুড়ালগাছি এম হাবীবুল্লাহ বাহার, পারকৃষ্ণপুর মদনা এস এ এম জাকারিয়া আলম, হাউলি সহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপির শহিদুল ইসলাম, জীবননগর উপজেলায় আন্দুলবাড়িয়া ইউনিয়নে মির্জা হাকিবুর রহমান ও জীবননগর সীমান্ত ইউনিয়ন জাকির হোসেন। এ ছাড়া ঝিনাইদহ জেলা সদরের সাধুহাটি ইউনিয়নে রেজাউল মণ্ডল, ঝিনাইদহ সদর মধুহাটি ইউনিনে তহুরুল ইসলাম, ঝিনাইদহ সদর সাগান্না ইউনিয়নে মোজাম্মেল হোসেন শেখ, হলিধানী ইউনিয়নে আব্দুর রশিদ মিয়া, কুমড়াবাড়িয়া আশরাফুল ইসলাম, গান্না ইউনিনে নাসির উদ্দিন মালিতা ও মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহ ওয়াজেদ আলী।