দামুড়হুদার বুইচিতলায় তুচ্ছ ঘটনায় ছোটভাই ও ভাইজিদের হাতে চাচা আহত

দর্শনা অফিস: দামুড়হুদার বুইচিতলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই ও ভাইজিরা মিলে মারধর করেছে তোফাজ্জেল হোসেনকে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা বিশ্বাসপাড়ার খোদা বক্সের ছেলে তোফাজ্জেল হোসেনের বাড়িতে ভিক্ষুককে ভিক্ষা দেয়াকে কেন্দ্র করে ছোটভাই ফেরদৌসের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফেরদৌস, তার স্ত্রী খাদিজা, মেয়ে ইতি, বিথী ও শামীমা মারধর করেছে তোফাজ্জেল হোসেনকে। আহত তোফাজ্জেলকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।