রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার ধান্যঘরার সাইফুল নামে এক যুবক বন্ধুদের সাথে চুল কুড়োতে গিয়ে ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। তার বাড়ি ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছেন তার স্ত্রী ও দু কন্যা। পারিবারিকসূত্রে জানা গেছে, ৩ মাস আগে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মোবারক আলী শাহর ছেলে দু সন্তানের জনক সাইফুল ইসলাম (৩৫) একই গ্রামের ওমর আলীর দুই ছেলে লালন ও ফেলার সাথে চুল কুড়োতে যায় ঢাকায়। লালন ও ফেলা বাড়িতে ফিরলেও দীর্ঘ তিন মাস পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি সাইফুল। সাইফুলের ভাগ্যে কি ঘটেছে তা অনিশ্চিত।