দর্শনা পৌরসভাকে পরিকল্পিত নগরকরণের লক্ষ্যে মতবিনিময়সভা

দর্শনা অফিস: দর্শনা পৌরসভাকে পরিকল্পিত নগরকরণের চিন্তাধারা নিয়ে উন্নয়নের পথে হাঁটছে পৌর পরিষদ। পৌরসভাকে মডেল পৌরসভায় রূপ দেয়া যেন পৌর পরিষদের অঙ্গীকার হয়ে দাঁড়িয়েছে। দর্শনায় নির্মাণ শ্রমিকদের নিয়ে গতকাল রোববার সকাল ১০টার দিকে পৌর পরিষদের অনুষ্ঠিত হয়েছে মতিবিনময়সভা। সভায় সভাপতির বক্তব্যে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দর্শনা পৌরসভাকে মডেল পৌরসভায় রূপ দেয়া হবে। গড়ে তোলা হবে নগরে। সেক্ষেত্রে পৌরবাসীর সার্বিক সহাযেগিতা প্রয়োজন। পৌরবাসীর স্বপ্নপূরণ আমাদের মূল লক্ষ্য। আলোচনা করেন পৌর প্রকৌশলী আলমগীর কবির, আব্দুস সামাদ, শহিদুল ইসলাম, আমজাদ আলী, আব্দুস সাত্তার, আবুল হাসেম, রবিউল আলম বাবু, গোলজার হোসেন, হাজি আ. কাদের, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল প্রমুখ।