চাকরি স্থায়ীকরণের দাবিতে নকল নবিশদের পূর্ণদিবস কলমবিরতি পালন

Chuadanga Extra Mohorar Picture  24.04.16

স্টাফ রিপোর্টার: চাকরি স্থায়ীকরণের দাবিসহ ১২ মাসের বেতন বকেয়া পরিশোধের দাবিতে পূর্ণদিবস কলমবিরতি পালন করেছেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার নেতৃবৃন্দ। গতকাল রোববার বেলা ৯টা থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে পূর্ব কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কলমবিরতি পালন করেন তারা। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা। এ সময় সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা গ্রাহকগণ ভোগান্তির শিকার হন।

উল্লেখ্য, কর্মসূচির অংশ হিসেবে গত ১২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কালোব্যাজ ধারণ, ১৭ এপ্রিল বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন, ১৮ থেকে ২১ এপ্রিল আধাবেলা কলমবিরতি পালন করেন তারা।

মেহেরপুর অফিস জানিয়েছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চাকরি জাতীয়করণের দাবিতে ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণদিবস কলমবিরতি কার্যক্রম পালন করেন এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা। গতকাল রোববার সকাল ১০টা থেকে পূর্ণ দিবস কলমবিরতি কার্যক্রম পালন শুরু করেন তারা। কলমবিরতি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে নকল নবিশদের দাবি-দাওয়া সংবলিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান হিরনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হোসেন পিয়াস, সহসভাপতি আব্দুস সবুর, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ফিরোজ খান, মহিলা বিষয়ক সম্পাদিকা রুজিফা আক্তার, সদস্য সাবিহা, আব্দুল মোমিন, তানিয়া, লিলিফা, শিরিনা, রাজিয়া খাতুন প্রমুখ।