কুষ্টিয়া প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়ায় ৩ প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সকালে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতালেব হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমানকে ২০ হাজার টাকা ও বটতৈল ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেয়ালে এবং যেখানে সেখানে আঠা দিয়ে পোস্টার লাগানোর অপরাধে তাদেরকে অর্থদণ্ড করা হয়। এই অভিযান অব্যহত থাকবে।