কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে ইউপি হলরুমে অনুষ্ঠিত বর্ধিতসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু। এ সময় উপস্থিত ছিলেন হাউলি ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ইদ্রিস আলী, বিএনপি নেতা আবু সাইদ বিশ্বাস, জুলফিকার আলী ভুট্ট, আব্দুল ওয়াহেদ, আলমগীর হোসেন লিপু, আব্দুর রাজ্জাক মস্তান, আলমগীর হোসেন, আব্দুর রহিম, গোলাম সামাদ, আসলাম উদ্দীন, অ্যাড. এরশাদ আলী, রহমান মালিতা, যুবদল নেতা হীরন বিশ্বাস, আবু তালেব, দেলওয়ার হোসেন, আহসান, রুস্তম আলী, ছাত্রদল নেতা মিল্টন, আরিফুল ইসলাম আরিফ, সবুজ, কবির, কাদের, ভুট্টু, মিঠু, জসিম, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা আব্দুল করিম। সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাসকে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়।