মাথাভাঙ্গা মনিটর: ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী কোচ হয়ে পুরুষদের কোনো দলকে শিরোপা জেতালেন হংকংয়ের চ্যান ইউয়েন-টিং। হংকং প্রিমিয়ার লিগে পুরুষদের দল ইস্টার্নকে শিরোপা পেতে অনন্য ভূমিকা পালন করেন তিনি। গতকাল শুক্রবার তেসুং কাওয়ান ও স্পোর্টস গ্রাউন্ডে সাউথ চায়নাকে ২-১ গোলে হারিয়ে পঞ্চমবার শিরোপা উৎসবে মাতে দলটি। এর আগেও ইতিহাস গড়েছিলেন চ্যান। তিনিই প্রথম নারী যিনি পেশাদার কোনো পুরুষ দলকে কোচিং করাচ্ছেন। গত ডিসেম্বরে দলটির কোচ হিসেবে নিয়োগ পান তিনি। যেখানে চ্যানের অধীনে দলটি ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে।
এদিকে চ্যাম্পিয়ন হওয়ায় ইস্টার্নের আগামী এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বও নিশ্চিত হলো। নিজে ডেভিড বেকহামের ভক্ত চ্যান। মূলত তাকে দেখেই তার ফুটবলে আসা বলে জানান তিনি। আর এবার নিজেই তিনি ইতিহাস গড়লেন। ২১ বছর পর দলকে শিরোপা জেতালেন।