দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিতে মজু-নঈম-লাড্ডু পরিষদের নেতৃবৃন্দ দামুড়হুদায় ব্যাপক গণসংযোগ করেছেন। পরিষদের সহসভাপতি হুমায়ুন কবির মালিক, সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, কার্যনির্বাহী সদস্য ইয়াকুব হোসেন মালিক, সালাউদ্দীন মো. মর্তূজা, সাইদুর রহমান মালিক, বদর উদ্দীন খাঁন, শহিদুল কদর জোয়ার্দ্দার, সামসুজ্জোহা মালিক হাসু, হাফিজুর রহমান হাপু, মেহেরুল্লাহ মিলু, আজিজুল হক শিলসহ পরিষদের অন্যন্য নেতৃবৃন্দ গতকাল শনিবার দুপুরে দামুড়হুদা এলাকার ভোটারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মজু-নঈম-লাড্ডু পরিষদকে জয়যুক্ত করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার দিনধার্য রয়েছে।