শফিক রেহমান ফের ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যার’ পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের ফের পাঁচদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল শুক্রবার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। শফিক রেহমানের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া দাবি করেছেন, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে তাকে ফের রিমান্ডে দেয়া হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে ৫ দিন রিমান্ডে নেয়া হয়। ওই রিমান্ড শেষে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এএসপি হাসান আরাফাত ফের ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।

আবেদনে বলা হয়, রিমান্ডে থাকাবস্থায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার স্বীকারোক্তির ওপর ভিত্তি করে তার বাসা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত আলামত জব্দ করা হয়েছে। ওইগুলোর বিষয়ে তিনি আংশিক তথ্য দিয়েছেন। প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিকে ফের রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শফিক রেহমানের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।  গত ১৬ এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসা থেকে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে শফিক রেহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।