মেহেরপুরে সাহিত্য পত্রিকা ‌‌‘স্রোত’ র ১৭২তম সংখ্যার মোড়ক উন্মোচন

মেহেরপুর অফিস: মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর’র উদ্যোগে সাহিত্য পত্রিকা ‘স্রোত’র ১৭২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের কার্যালয়ে সংগঠনের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে সাহিত্য পত্রিকা  স্রোতের ১৭২তম সংখ্যার  মোড়ক উন্মোচন করেন।

এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভ অনুষ্ঠিত হয। আলোচনাসভায় অ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল আলম, ডা. আবুল বাশার, ভৈরবের উপদেষ্টা মীর রওশন আলী মনা, সুশীল চক্রবর্ত্তী ও কবি নিলুফার বাশার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভৈরবের সহ-সভাপতি নুরুল আহমেদ, ইউনুস আলী, জেলা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাহিত্য সম্পাদক মীনা পারভীন, সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কানন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভৈরবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু।