মেহেরপুরের মুজিবনগর মুক্তিযোদ্ধা লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপরের মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান  আর নেই। গতকাল  শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না—- রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬২) বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে আনন্দবাস পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে মেহেরপুরের পুলিশের চৌকুশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা রিসোর্স সেন্টারে ইনস্ট্রাক্টর শাহেদুজ্জামান, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ। সন্ধ্যা রাতে তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।