মুস্তাফিজ মিডিয়াম ফাস্ট স্লো অফস্পিনার লেগ কাটার বোলার

মাথাভাঙ্গা মনিটর: রাজকোটে গুজরাট লায়ন্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটা তখন অর্ধেক হয়েছে। মানে গুজরাটের ইনিংস শেষ হয়েছে মাত্র। সানরাইজার্স হায়দরাবাদের অফিশিয়াল টুইটার থেকে একটা টুইট করা হলো ‘মুস্তাফিজুর রহমানকে কীভাবে বর্ণনা করবেন? মিডিয়াম ফাস্ট স্লো অফ স্পিনার লেগ কাটার বোলার!’

হয়তো মজা করেই বলা কথাটা। একজন বোলারের আবার এত বৈচিত্র্য থাকে নাকি! থাকে, যদি সেই বোলারের নাম হয় মুস্তাফিজুর রহমান। সবকিছু বাদ দিয়ে শুধু গতকালের ওই ম্যাচটাই দেখুন না। কখনো ব্রেন্ডন ম্যাককালামকে অফ কাটার দিচ্ছেন, কখনো সুরেশ রায়নাকে দারুণ ইয়র্কার। রবীন্দ্র জাদেজাকে গুড লেংথে পরীক্ষা নিচ্ছেন, আবার আকাশদীপ নাথকে দুর্বোধ্য স্লোয়ারে।

সানরাইজার্স হায়দরাবাদের টুইটটা তাই যতোটা মজা করে লেখা, ততোটা সত্যিও। মুস্তাফিজ আসলেই এতোটা বৈচিত্র্যময় যে, এক বা দুই শব্দ দিয়ে তার বোলিঙের ধরন বোঝানো যায় না। গুজরাটের বিপক্ষে কাল ৪ ওভার বল করেছেন। একটাই মাত্র চার খেয়েছেন জাদেজার কাছে, সেটাও মিস ফিল্ডিংয়ের কারণে। ১৯ রানে ১ উইকেট। ২৪ বলের মধ্যে ১০টাই ডট!
আইপিএলে হায়দরাবাদের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৬ ওভার বোলিং করেছেন। বেশির ভাগ ওভারই শুরুর পাওয়ার প্লে কিংবা ডেথ ওভারে। এর মধ্যেও ৬.৬২ ইকোনোমি রেট ৫ উইকেট তার। মিতব্যয়িতার বিচারে তিনি দলের সেরা বোলার তো অবশ্যই, এবার আইপিএলে কমপক্ষে ১৫ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যেও তার চেয়ে ভালো ইকোনমি রেট নেই অন্য কারও।