মুজিবনগর প্রতিনিধি: নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জাগ্রত করার লক্ষ্যে যে সব স্থাপনা নিমার্ণ করা হচ্ছে সেগুলো অবশ্যই ইতিহাসবিদদের সাথে নিয়ে করতে হবে। যাতে এটি নিয়ে কোনো প্রাকার বিতর্কের সৃষ্টি না হয়। আজ বিকেলে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ভাস্কর্য ঘুরে দেখার সময় সাংবাদিকদের একজ প্রশ্নের জবাবে কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি ড. আআমস আরেফিন সিদ্দিক। তিনি আরও বলেন, মেহেরপুরের মুজিবনগরে কমপ্লেক্সে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের ভাস্কর্যে নিয়াজি এবং অররার পাশে কেউ ছিলেন কি-না থাকলেও সে কে সেটি সবার কাছে স্পষ্ট করতে হবে। কোনোভাবেই ইতিহাসের বিকৃতি সাধারণ জনগণ মেনে নেবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মুজিবনগর থানা ইনচার্জ কাজী কামাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ।