মুজিবনগরে এইচ আইভি এইডস বিরোধী সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুজিবনগর প্রতিনিধি: মাদকাসক্ত ও এইচ আইভি আক্রান্ত ব্যক্তিকে ঘৃণা নয় ভাল বাসুন’ এ স্লোগানে সু-শাস্তা স্বেচ্ছাসেবী সংস্থার আয়াজনে ও বল্লভপুর হাসপাতালের সেবিকাদের নিয়ে এইচ আইভি এইডস বিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ করেছে। গতকাল শুক্রবার বল্লভপুর হাসপাতাল সম্মোলন হলরুমে দিনব্যাপী এ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বল্লভপুর হাসপাতালের পরিচালিকা সিস্টার জিলিয়ন রোজ ও সংগঠনটির নির্বাহী পরিচালক সাফিয়া শারমিন প্রমুখ। ৩০জন সেবিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করে।