ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেল ৩টায় কার্পাসডাঙ্গা কলেজমাঠে অনুষ্ঠিত হয়। শিরোপা নির্ধারনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এএফএম ডা. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের কর্মময় ও জীবনী নিয়ে আলোচনা করেন গণতন্ত্র বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএফএম ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাম্পাদক নজির আহম্মেদ, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি আ.লীগ নেতা রবিউল হোসেন শুকলাল, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল, সাইফুল ইসলামসহ অনেকেই। চুয়াডাঙ্গা লাইসিয়াম কোচিং সেন্টার চাম্পিয়ন ও কোমরপুর সানরাইজ ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন লাভ করে। খেলায় টসে জিতে কোমরপুর সানরাইজ ক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং ১৬ অভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। ১৩৭ রানে টার্গেট নিয়ে ১৫.৪ অভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের জয়ের মাত্রায় পৌঁছে যায়। ম্যান অব দ্য ম্যাচ র্নিবাচিত হয় ছোট বাবু (৮৪) সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সাদিক। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার স্বরূপ ছাগল তুলে দেন। খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান কচি ও ছাত্রলীগের সাধারণ সাম্পাদক সানাউল কবির শিরিন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন তারিক ও ফারুক হোসেন। ধারাভাষ্য ছিলেন সানোয়ার হোসেন ও শেখ শাহিন। অতিথিরা প্রতি বছর টুর্নামেন্টটি আরো বড় পরিসরে আয়োজনের জন্য পরিচালনা কমিটির সদস্যদের আহবান জানান।