স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় সিরাজ (৩৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। পুলিশ এ তথ্য দিলেও গুরুতর জখম সিরাজ ও তার পাশে থাকা লোকজন বলেছেন, এক মেম্বার প্রার্থীর কর্মী আতিয়ারসহ তার লোকজন মারধর করেছেন। গতরাত সাড়ে ১১টার দিকে খাসকররা ইউনিয়নের রায়সা শানবাধা পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী সাহাবুল ইসলামের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করে সিরাজ। এ সময় একই ওয়ার্ডের অপর সাধারণ সদস্য পদপ্রার্থী মজিবর রহমানের লোকজন তাকে টাকাসহ হাতেনাতে ধরে ফেলে। মজিবর পক্ষের লোকজনের সাথে বাগবিতণ্ডার এক পর্যায় সিরাজকে ধরে গণধোলাই দেয় গ্রামবাসী। খবর পেয়ে খাসকররা ক্যাম্প পুলিশের ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। গণধোলাইয়ে আহত সিরাজকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত সিরাজ খাসকররা ইনিয়নের রায়সা শানবাধা পাড়ার দীন মোহাম্মদের ছেলে।