বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি বাজারে ইউনিয়ন আ.লীগের দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। উইনিয়নে দলীয় নেতা কর্মীদের বসার জায়গা না থাকায় চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান রাজুর উদ্যোগে একটি নিদৃষ্ট স্থানে গতকাল শুক্রবার বিকেল ৫টায় দলীয় অফিস তৈরি করা হয়। যাতে করে অবসর সময়ে দলীয় নেতাকর্মীরা দলের বিভিন্ন উন্নয়নমূলোক কর্মকাণ্ড নিয়ে আলাপ আলোচনা করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জাসদের সহসভাপতি আবুল হোসেন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা খেদের আলী, সদর থানা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু হানিফ মালিতা, আ.লীগ নেতা হায়দার আলী, মেশকাত হোসেন, আ.হাকিম, শাহালম বাচ্চু, আরিফ হোসেন, মুক্তার হোসেন, রেজাউল করিম, আবুল হোসেন, হাবিবুর রহমান, যুবলীগ নেতা লিটন হোসেন, সুশান্ত, শিমুল হোসেন, তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজেদ হোসেন প্রমুখ।