অতীত নিয়ে পোড়ার মানুষ নন কাপালি

স্টাফ রিপোর্টার: ১১১, ১৫৪, ৭৩ সর্বশেষ তিন ম্যাচে অলক কাপালির রান। সবকটিই অবশ্য ছিলো মার্চে শেষ হওয়া বিসিএলে চার দিনের ম্যাচে। কাপালির সামনে এবার একদিনের ম্যাচে ছন্দটা ধরে রাখার পরীক্ষা। সে পরীক্ষায় কতোটা উতরে যান, সময়ই বলে দেবে। আজ শুরুটা প্রত্যাশিত না হলেও মাত্রই তো শুরু। গত ঢাকা লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খুব একটা ভালো যায়নি কাপালির। ১৬ ম্যাচে ২২.৬৪ গড়ে করেছিলেন ৩১৭ রান। এবার ‘প্লেয়ার ড্রাফট পদ্ধতি’তে গাজী ক্রিকেটার্সে নাম তোলা কাপালি চান ঢাকা লিগ রাঙাতে, গত বছর ভালো খেলতে পারিনি। ওপরের দিকে খেলতে পারিনি। সময়টা ভালো যায়নি আমার। তবে বিপিএল ও বিসিএল ভালোভাবে শেষ করেছি। এখন লিগে ভালো করার চেষ্টা করবো।’