হরিণাকুণ্ডুর ফলসী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান দল থেকে বহিস্কার

স্টাফ রিপোর্টার: চতুর্থ দফায় ৭ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্রের ধারা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখার অপরাধে দলের জেলা ও উপজেলা কমিটির সদস্য এবং ফলসী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফলসী ইউনিয়নের প্রাণকেন্দ্র কুলবাড়িয়া বাজারে দলীয় প্রার্থী অ্যাড. বজলুর রহমানের নির্বাচনী অফিসের সামনে দলের ইউনিয়ন সভাপতি বাবু নিমাই চাঁদ মণ্ডলের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ আহ্বায়ক আশরাফুল হক জুয়েলের সঞ্চালনায় বহিষ্কারাদেশ ঘোষণা সভায় জেলা টিমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাড, আজিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাড. আব্দুর রশিদ, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. ইসমাইল হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোজাম্মেল হোসেন, অ্যাড. আব্দুল মান্নান, জেলা কৃষকলীগ সভাপতি সাজেদুল ইসলাম সোম প্রমুখ।

ফলসী ইউনিয়নের বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে জেলা আইন বিষয়ক সম্পটাদক অ্যাড. মোজাম্মেল হোসেন দলের জেলা কমিটির সিদ্ধান্ত ঘোষণাকালে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬’র ঠ ধারা মোতাবেক ৬ নং ফলসী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাড. বজলুর রহমানের নৌকা প্রতীকের বিরুদ্ধে জেলা ও উপজেলা কমিটির সদস্য এবং ফলসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে দল থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। ফজলুর রহমান জেলা ও উপজেলা কমিটির সদস্য পদ এবং ফলসী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ বাতিল হয়ে যাওয়ায় এখন থেকে তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই বলে লিখিতভাবে অবহিত করা হয়েছে। বহিষ্কারাদেশ সভায় নেতৃবৃন্দ দলের সাথে বেঈমানী মাধ্যমে যিনি দলীয় গঠতনতন্ত্রের ধারা আমান্য করে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবং বাংলার অপামর জনতার আবেগের প্রতীক নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন, তার সাথে অবিলম্বে দলের সকল স্তরের নেতাকর্মীদের সম্পর্ক ছিন্ন করে নৌকা বিজয়ের পক্ষে একজোট হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। ভুলবুঝে দলের যেসব নেতাকর্মীগণ বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করছিলেন তাদেরকে অবিলম্বে দলীয় প্রতীক নৌকা প্রাপ্ত প্রার্থী অ্যাড. বজলুর রহমানের সর্মথনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে আহ্বান জানান। অন্যথায় বিদ্রোহী প্রার্থীর অনুরূপ তার অনুসারীদেরও দল থেকে বহিস্কার করা হবে মর্মে কঠোর হুশিয়ারি উচ্চারণরন করা হয়। এ সময় উপস্থিত বিপুল সংখ্যক জনতা নৌকা প্রতীকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।