সকল প্রচার-প্রচারণা শেষ : তৃতীয় ধাপের ভোট কাল

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপে শনিবার ৬২০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে। আর আজ সকাল থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের তাৎক্ষণিক সাজা দিতে মাঠে থাকবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। ইসিসূত্রে এ তথ্য জানা গেছে। ইসির কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের পরদিন রোববার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় থাকবেন। এ নির্বাচনে সহিংসতা ও অনিয়ম কমিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আইন অনুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। এ সময় কোনো ধরনের প্রচারণা, মিছিল, মিটিং করার উপর নিষেধাজ্ঞা রয়েছে।

ইসি সূত্র জানায়, ভোটগ্রহণের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রায় যোগ দিতে পারবে না। একই সাথে কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। এমনকি ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখাতে পারবেন না।নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের পূর্ববর্তী দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।