লিজেন্ড অফ রুপগঞ্জের জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার: আবাহনীর জার্সি উন্মোচনের পর লিজেন্ড অব রূপগঞ্জের জার্সি উন্মোচিত হলো। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার কাওরান বাজারের বিএসইসি ভবনে লিজেন্ড অব রূপগঞ্জের জার্সি উন্মোচন করেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী।

তিনি বলেন, এনটিভি বরাবরই লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে ছিলো। এরই ধারাবাহিকতায় এবারও আমরা দলটির সাথে আছি। আশা করছি রূপগঞ্জের ক্রিকেটাররা এবারও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেবেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির কোচ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও লিজেন্ডস অব রূপগঞ্জের ভাইস চেয়ারম্যান রিয়াদ রহমান। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন রুবেল, জহিরুল ইসলাম অমি, তাইজুল ইসলাম ও মোহাম্মদ মিথুনসহ অনেকে।

আগামীকাল শনিবার দলটি তাদের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।