চুয়াডাঙ্গায় প্রাথমিক প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন ও জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করা, করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসন, প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। পরে বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন ও জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করা, করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসন, প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মানববন্ধন এবং পরে বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের আনজুমান আরা মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচিতে জেলার প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্মআহ্বায়ক দামুড়হুদা উপজেলার সাধারণ সম্পাদক স্বরুপ দাসের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্মআহ্বায়ক স্বরুপ দাস, দামুড়হুদা উপজেলার সহসভাপতি কুতুব উদ্দিন, সহসম্পাদক আইযুব আলী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আলমডাঙ্গার সাংগাঠনিক সম্পাদক রকিবুল সালেহিন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লতিফা খাতুন, শাসসুন্নাহার, আলেয়া বিলকিচ, জান মোহাম্মদ, ইয়াসনবী, পলি খাতুন, শরিফ উদ্দিন, সিরাজুল ইসলাম, নারায়ন চন্দ্র পাল, ফৈরদৌস, চুয়াডাঙ্গার সাবিনা কুল, ফারজানা, মাহমুদা, আব্দুল মোমিন, আসাদ, আলমডাঙ্গার আসলাম, আমিনুল ইসলাম,জাহিদুল, আবুল কালাম,শাহাবুলসহ শতাধিক শিক্ষক।