স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নে ইউপি নির্বাচন উপলক্ষে ভোটারদের টাকা বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রাথীর দু কর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীত মনোনীত প্রার্থীর কর্মীরা। আহতরা হলেন- ভানু খাতুন (৪৭) ও হাসিবুল (৪৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান রুনুর কর্মী আবুল কালামসহ ১০ থেকে ১২ জন রায়সা বড়বাড়ী পাড়ায় গিয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণ শুরু করেন। এ সময় বিদ্রোহী প্রার্থী তাফসির আহমেদ লালের কর্মী হাসিবুল ও তার লোকজন তাদেরকে বাধা দেন। এ সময় হাসিবুলকে রুন্নুর কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এ ঘটনার পর রামদিয়া গ্রামের নিকট সোলাইমানের বাড়িতে আওয়ামী লীগ কর্মী টিপু, জাহাঙ্গীর ও নজরুলসহ ১৫ থেকে ২০ কর্মী প্রবেশ করেন। এক পর্যায়ে সোলাইমানের স্ত্রী ভানু খাতুনকে ১ হাজার টাকা দিতে গেলে তা নিতে তিনি অস্বীকৃতি জানান। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদাহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।