কোপা আমেরিকায় থাকছেন না নেইমার

মাথাভাঙ্গা মনিটর: নেইমারকে নিয়ে মুখোমুখি অবস্থানে ছিলো বার্সেলোনা ও ব্রাজিল। অলিম্পিক ও কোপা আমেরিকায় নিজেদের সেরা খেলোয়াড়কে দলে চাইছিলো ক্লাবটি। কিন্তু দুটি টুর্নামেন্টে নয়, একটিতে নেইমারকে ব্রাজিলের হয়ে খেলতে দিতে রাজি হয়েছে বার্সেলোনা।

আসন্ন ২০১৬ রিও অলিম্পিকের জন্য নেইমারকে ছাড়বে বার্সা। তবে কোপা আমেরিকায় তাকে খেলতে দিচ্ছে না কাতালান ক্লাবটি। বার্সা ইতোমধ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে এ নিয়ে একটি চুক্তি করেছে। গত বুধবার এক বিবৃতিতে বার্সা জানায়, বার্সার প্রস্তাবকে গ্রহণ করে নেয়ায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এর সভাপতি মার্কো পোলো দেল নিরোকে। তিনি নেইমারকে শুধু অলিম্পিকে খেলার প্রস্তাবটি মেনে নিয়েছেন।