মাথাভাঙ্গা মনিটর: ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে বড় জয় পেয়ে বার্সেলোনার একদম কাছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এদিনই শুনতে হয়েছে বড় এক দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলটির কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, রোনালদোর ইনজুরি খুব বেশি মারাত্মক নয়।
জিদান বলেন, কখনও কখনও মনে হয়েছে আমি চাইলে তাকে বিশ্রাম দিতে পারতাম কিংবা আরও আগে মাঠ থেকে তুলে নিতে পারতাম। তাহলে আর এমনটা হতো না। তিনি আরও বলেন ‘কালই জানা যাবে তার শারীরিক অবস্থা কী। তবে আমরা আশা করছি তার খারাপ কিছু হবে না। সামনে আমাদের বেশ গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। আশা করি সে ফিরে আসবে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পাওয়ায় পুরো ৯০ মিনিট খেলতে পারেননি রোনালদো। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মাঠ ছেড়েছেন ব্যথা নিয়ে। যে কারণে স্বস্তিতে নেই রিয়াল শিবির। মরসুমের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রোনালদোকে খুব করেই দরকার রিয়াল মাদ্রিদের। এছাড়া মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।