আজ আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক

স্টাফ রির্পোটর: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দুই দিনের সফরে আজ শুক্রবার চুয়াডাঙ্গা আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। ইতোমধ্যে তার সফরসঙ্গীদের অগ্রবর্তি দল গতরাতে চুয়াডাঙ্গা পৌঁছেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক স্বনামধন্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে সাথে নিয়ে বিমানযোগে যশোর হয়ে সকাল সাড়ে দশটার দিকে চুয়াডাঙ্গা পৌঁছাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিশিষ্ট এই শিক্ষাবিদের এ অঞ্চল সফর সম্পর্কে তার সফরসঙ্গী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য এনটিভির বিশেষ প্রতিনিধি চুয়াডাঙ্গার সন্তান আহমেদ পিপুল মাথাভাঙ্গাকে জানান, ড. আরেফিন সিদ্দিক মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগর সফরের আগ্রহ ব্যক্ত করলে দু-দিনের এই কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে উচ্চ শিক্ষার মান বাড়াতে চুয়াডাঙ্গায় একটি শিক্ষা সমাবেশ করার প্রস্তাবে উপাচার্য সম্মতি দেন। আহমেদ পিপুল আরো জানান, জেলা পরিষদ প্রশাসকের আগ্রহে এই শিক্ষা সমাবেশ আয়োজনের দায়িত্ব দেয়া হয় চুয়াডাঙ্গা জেলা পরিষদকে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা পরিষদের উদ্যোগে এ শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। স্কুল-কলেজের কয়েক হাজার শিক্ষার্থীর সামনে ড. আরেফিন উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেবেন। জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখবেন জেলা প্রশাসক সায়মা ইউনুস ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান। তাছাড়া সমাবেশে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জুম্মার নামাজের পর মধ্যাহ্নভোজ শেষে অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশে রওনা হবেন। পথে তিনি ব্রিটিশ শাসনের স্মৃতিচিহ্ন আমঝুপি নীলকুঠি পরিদর্শন করবেন। সেখান থেকে তিনি মুজিবনগরে পৌঁছুলে মেহেরপুরে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা তাকে স্বাগত জানাবেন। মুজিবনগর কমপ্লেক্স ঘুরে দেখে তিনি রওনা হবেন মহান মুক্তিযুদ্ধের আরেক স্মৃতি বিজড়িত স্থান চুয়াডাঙ্গার জগন্নাথপুরের শহীদ আট মুক্তিযোদ্ধার আটকবর কমপ্লেক্স। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শনেরও কথা রয়েছে। এসব কর্মসূচি শেষ করে শুক্রবার সন্ধ্যায় তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউজে শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করবেন। কাল শনিবার সকালে সফরসঙ্গীদের নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক চুয়াডাঙ্গায় এই প্রথমবারের মতো প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্যের সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আর গত কয়েক দিন গোটা এলাকার মানুষের মধ্যে বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।