মুজিবগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ও নতুন গ্রামের মাঠ থেকে তিনটি পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার চুরির সময় চোর হাতেনাতে ধরা পড়েছে চোর। মুজিবনগর থানা পুলিশ পল্লী বিদ্যুতের দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে বিশ্বনাথপুর ক্যাম্প পুলিশের এসআই ইয়ামিন ও মুজিবনগর থানার এএসআই হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করাকালে দারিয়াপুর গ্রামের কালিতলা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরিত করিমনচালক হেলালউদ্দিনকে (৪২) আটক করে। পরে হেলাল উদ্দিনের মোবাইলে ফোন এলে এসআই ইয়ামিন ফোন রিসিভ করেন এবং জানতে পারেন হেলালউদ্দিনকে চোরদলের সদস্যরা মোনাখালী গ্রামের উত্তরপাড়ার কবরের কাছে যেতে বলে। পুলিশ করিমন চালক হেলালউদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যায় এবং তিনটি ট্রান্সমিটার উদ্ধারসহ চোর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মৃত আজিল ওরফে চাঁদ আলীর ছেলে মুজির উদ্দিন (৪৩) ও একই উপজেলার মুসলিমপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে জুয়েলকে (১৯) আটক করে থানায় নেয়। গতকাল সকালে পল্লী বিদ্যুত সমিতির পক্ষে মুজিবনগর থানায় আটক ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। দুপুরের আসামিদের মেহেরপুর আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ আরো জানান, আটক করিমনচালক হেলাল উদ্দিন মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান-নওদাপাড়া গ্রামের মৃত বাসেদ মোল্লার ছেলে।