বাঁধা দেয়ায় বিষাক্ত তরল পদার্থ নিক্ষেপ : ঝলসে গেছে এক গৃহবধূ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের গৃহবধূ মরিয়ম বেগমকে (৪৫) বিষাক্ত তরল পদার্থ নিক্ষেপ করে ঝলসে দেয়া হয়েছে। আহত গৃহবধূকে স্থানীয় ক্লিনিকে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত রোববার সন্ধারাতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ অভিযোগ করে জানান, বাড়ির নিকট উঠতি বয়সী যুবকদের মাদকের আড্ডায় বাঁধা দেয়ায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আহত গৃহবধু সদর উপজেলার মধুহাটি ইউনিয়নরে বাজার গোপালপুর গ্রামের বিশ্বাস ‘স’ মিলের মিস্ত্রি উচমান আলীর স্ত্রী।

আহত মরিয়ম বেগম জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে এলাকার উঠতি বয়সী যুবকেরা আড্ডা দিয়ে মাদকদ্রব্য ফেনিসিডিল ও গাঁজা সেবন করে আসছে। তাদেরকে এখানে বসে আড্ডা না দিতে বারবার নিশেধ করেছি। তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে কটুক্তি গালমন্দ করতে থাকে। গত রোববার সন্ধ্যারাতে প্রচণ্ড গরমে বাড়ির উঠানে বেঞ্চের ওপর শুয়ে ছিলাম। এ সময় আমার বুকের ওপর তরল পদার্থ ডেলে দিয়ে পালিয়ে যাই। আমার চিৎকারে লোকজন ছুটে এসে ক্ষত স্থানে পানি ঢালে। স্থানীয় ক্লিনিক ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে। এ ঘটনায় আমার বুক ও পেট ঝলসে গেছে। মামলা না করতে বাঁধা দেয়া হচ্ছে। আবার দফায়দফায় সালিসের নামে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।