নেইমারকে ছাড়ছে না বার্সা

 

মাথাভাঙ্গা মনিটর: নেইমারকে ছাড়ার কোনো ইচ্ছা বার্সেলোনার নেই বলে আবারো জানিয়ে দিয়েছেন কাতালান ক্লাবটির সহ-সভাপতি জরদি মেসে। বার্সার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে গোল না পেলেও লা লিগায় এখন পর্যন্ত ২১ গোল করা নেইমারের সাথে নতুন চুক্তি নিয়ে অনেক দিন ধরে আলোচনা চললেও এখনো ২ পক্ষ মতৈক্যে পৌঁছায়নি। এই ব্রাজিলিয়ান তারকার বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে মেসে বলেন, ‘আমি এটা অনেকবার বলেছি। আমরা নেইমারকে নিয়ে খুশি এবং সে বিক্রির জন্য নয়।’

এ ব্যাপারে বার্সা কর্তা আরো বলেন, ‘মেসি আর অন্যদের সাথে ভালো ফুটবল খেলতে আর শিরোপা জিততে চেয়েছিলো বলে সে এখানে এসেছিলো। তার দারুণ একটি মরসুম কাটছে। সময় এলেই সে চুক্তি নবায়ন করবে। তার চুক্তির মেয়াদ এখনো আছে।’ নেইমার বার্সেলোনায় সুখেই আছে জানিয়ে মেসে বলেন, সবচেয়ে গুরূত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাব কিভাবে তার সাথে আছে এবং সে কিভাবে ক্লাবের সাথে আছে। তাকে সুখী মনে হচ্ছে এবং শহরের সাথে মানিয়ে নিয়েছে সে। দলের প্রতি সে বিশ্বস্ত। আমি নিশ্চিত, আমরা একটা ঐক্যমতে পৌঁছাব। এ মাসের গোড়ার দিকে ব্রাজিলের ফুটবল কনফেডারেশনকে পাঠানো এক চিঠিতে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্টোমিউ জানিয়েছিলেন, নেইমারকে তারা কোপা আমেরিকা আর অলিম্পিক ফুটবলের মধ্যে একটি প্রতিযোগিতার জন্য ছাড়তে চায়। মেসে বলেন, এটা সত্য যে, তাকে আমরা একটি ফিফা প্রতিযোগিতায় (কোপা আমেরিকা) খেলা থেকে আটকাতে পারি না। কিন্তু আমরা সুপারিশ করেছি যে, সে একটি প্রতিযোগিতায় (অলিম্পিক) খেলুক। কারণ, অনেক ম্যাচ খেলেছে সে।