জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাল্য বিয়েকে না বলে লাল কার্ড, দেখানো হয়েছে। এ সময় বাল্যবিয়ে না করার শপথ নিয়েছে দুই সহস্রাধিক স্কুলছাত্রী। বোশেখি মেলা উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা ক্যাম্পাসের মেলা মঞ্চে বাল্যবিয়ে, বিষয়ক আলোচনাসভায় গতকাল বুধবার উপস্থিত শিক্ষক, ছাত্রী ও কাজিরা এ শপথ নেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসাবে আলোচনা শেষে এ শপথবাক্য পাঠ করান।
উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আগামী ৬ মাসের মধ্যে জীবননগরকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার শপথ নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ রসুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন ও হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দীন কাজল, শহিদুল ইসলাম, কাজী আবুল হাশেম ও স্কুলছাত্রী স্বর্ণা, বর্ষা ও মেবাইয়া আক্তার।