স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কমিউনিটি ক্লিনিক, ইপিআই সেশন, স্যাটেলাইট ক্লিনিক ও মাঠকর্মীর উপাত্ত যাচাইয়ের জন্য গাড়াবাড়িয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক রেজাউল করিম। গতকাল বেলা ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
জানা গেছে, এই ক্লিনিকের মহিলা সিএইচসিপি শাহানা বিলকিস চলতি বছরের জানুয়ারি থেকে ৬ মাসের জন্য কমিউনিটি স্কিল বার্থ অ্যাটেনডেন্ট ট্রেনিঙে আছেন। এর ফলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা রেখে দুস্থ মানুষের সেবা প্রদানে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান উপপরিচালক রেজাউল করিম। এ সময় তিনি ক্লিনিকের সামনে কমিউনিটি গ্রুপের সহযোগিতায় ফুলগাছ লাগিয়ে দৃষ্টিনন্দন করার পরামর্শ দেন। স্যাটেলাইট ক্লিনিকের মুল সংগঠক পরিবার কল্যাণ পরিদর্শিকা হোসনে আরা এবং আয়া সফুরা খাতুন বিলম্বে উপস্থিতির জন্য অসন্তোষ প্রকাশ করেন তিনি। নির্ধারিত সময়ে হাজির হয়ে গর্ভবতী, প্রসূতি মা, কিশোরী ও শিশুদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদানের পরামর্শ দেন। একই সাথে ইপিআই সেশন পরিচালনাকারী স্বাস্থ্য সহকারী রুবিনা আখতারের কার্যক্রম পরিদর্শন করেন। সেবাগ্রহণে আগত মহিলাদের সাথে আলাপন এবং তাদের শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর নিয়ে বিভিন্ন পরামর্শ দেন রেজাউল করিম। পরিবার কল্যাণ সহকারী নুরজাহানের দম্পতি রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য-উপাত্ত অনুযায়ী সরেজমিনে ১০ দম্পতির সাথে দেখা করে তথ্যগুলো যাচাই করেন এবং তার সত্যতা পেয়েছেন। এ সময় স্বাস্থ্য সহকারী হাবিবুল হাসান, পরিবার কল্যাণ সহকারী নুরজাহান, শঙ্করচন্দ্র ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আখিরুল ইসলাম এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।