কুষ্টিয়ায় অস্ত্রসহ ব্যবসায়ী আটক

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় এলজিগানসহ জিন্নাহ আহম্মেদ (৩৩) নামের একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি দেশীয় এলজিগান উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোল্লাতেঘরিয়া সংলগ্ন হোমিও মহাবিদ্যালয়ের কাছে অস্ত্র কেনাবেচা চলছে। তাৎক্ষণিক এএসআই আনোয়ারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে জিন্নাহ আহম্মেদ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় এলজিগান উদ্ধার করা হয়। আটকৃকত জিন্নাহ আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া চলছে। আটককৃত জিন্নাহ আহম্মেদ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ননের উত্তর রায়ডাঙ্গা এলাকার তৈয়ব আলীর ছেলে বলে জানা গেছে।