আলমডাঙ্গার বেলগাছি ইউপি নির্বাচনে আনারস প্রতীকের পক্ষে পথসভা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বেলগাছি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এসএম গোলাম সরোয়ার শামীমের আনারস প্রতীকের পক্ষে পথসভা ও গণসংযোগ করেন। গতকাল বিকাল ইউনিয়নের বেলগাছি, কেদারনগর, ডামোশ, কাশিপুর, ফরিদপুর গ্রামের গণসংযোগ করেন। গণসংযোগ শেষে কেদারনগর স্কুলমাঠে পথসভায় নুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, হাসানুজ্জামান মানিক, আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন প্রমুখ। পথসভায় কেদারনগর গ্রামবাসী ২৭ হাজার, ডামোশ গ্রামবাসী ১৩ হাজার, কাশিপুর গ্রামবাসী ৭ হাজার, বেলগাছি ৬ হাজার টাকা স্বতন্ত্র প্রার্থী শামীমের হাতে নির্বাচনে ব্যয়ের জন্য দেয়া হয়।