কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের বারবাজারে সরকার দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক সৃষ্ঠি হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল বুধবার সকালে বারবাজার ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার দলীয় প্রার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সমর্থকদের সাথে আ.লীগ বিদ্রোহী প্রার্থী যুবলীগের সাবেক সহসভাপতি ইমদাদুল হক সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্র লাঠিসোঁটা নিয়ে বাসস্ট্যান্ডে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় জনসাধারণ আতঙ্কিত হয়ে দোকানপাঠ বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে নাশকতা রোধে অতিরিক্ত পুলিশ ও ৱ্যাব মোতায়ন করা হয়।