হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডু উপজেলার ভায়না এলাকায় ইভটিজিঙের দায়ে এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভায়না গ্রামের মিলন মণ্ডলের ছেলে রাজুকে ৫০৯ ধারার আইন মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এ কারাদণ্ড প্রদান করেন। মনিরা পারভীন হরিণাকুণ্ডুতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিংসহ বিভিন্ন প্রকার সামাজিক অবক্ষয় রোধে সাহসী পদক্ষেপ রেখে সচেতন নাগরিক সমাজের ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।