স্টাফ রিপোর্টার: ঢাকা প্রিমিয়ার লিগে আইকন খেলোয়াড় তামিম ইকবালকে কিনে নেয় দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড। লক্ষ্য একটাই, তার হলো ডিপিএলের শিরোপা। আর তামিমই হতে যাচ্ছেন তাদের সেরা অস্ত্র। দেশে ফিরে গতকাল মঙ্গলবার প্রাইম ব্যাংকের সাথে প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ৯০ বলে ১৩৯ রানের ইনিংস খেলেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।
তামিমও বলেন, আজ যেমন ব্যাটিং করেছি পুরো টুর্নামেন্টে এভাবে ব্যাট করতে চাই। আবাহনী আমাকে যে কারণে দলে নিয়েছে, আমি চেষ্টা করবো তাদের আস্থার প্রতিদান দিতে। আর সেটা পারলেই ভাববো আমি সফল হয়েছি। দুর্দান্ত একটি ইনিংস খেলে স্বভাবতই দারুণ আত্মবিশ্বাসী তামিম। তিনি বলেন, আমি ২৩ দিন পর ব্যাট হাতে নিলাম। এমন একটি ইনিংস সামনের ম্যাচগুলোতে আমাকে আত্মবিশ্বাস দেবে। ব্যাটসম্যানরা রান করলে এমনিতেই তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। এভাবে রান করতে পারলে দলের জন্যই ভালো। পুরো টুর্নামেন্টে আশা করি এ ধারাটা অব্যাহত থাকবো। তামিম ছাড়াও এ মরসুমে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে আবাহনী। সাকিব-তামিম ছাড়াও তাসকিন-লিটন-মোসাদ্দেকদের নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল তাদের।