মহেশপুর প্রতিনিধি: মহেশপু রউপজেলার গৌরিনাথপুর গ্রামে ছাগল চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে গণপিটুনিতে নূর ইসলাম (৫০) নামের এক ডাকাত নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গৌরিনাথপুর গ্রামের আবুল হোসেন জিন্নাতের ছেলে রবিউল ইসলামের বাড়িতে ছাগল চুরি করতে গিয়ে ডাকাত নূর ইসলাম জনগণের হাতে ধরা পড়ে। জনগণ তাকে এলোপাতাড়ি গণপিটুনি দিলে অচেতন হয়ে পড়ে সে। এলাকার জনগণ ছাগলসহ তাকে মাদরাসার কাছে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। নূর ইসলাম উপজেলার আলামপুর ২ নং কোলনিপাড়া গ্রামের ফজলু মোল্লার ছেলে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ হাসপাতালেমর্গে প্রেরণ করেছে। পুলিশ আরো জানায় তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ৫/৬টি মামলা রয়েছে।