আলমডাঙ্গা ব্যুরো: বেলগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কর্তৃক নৌকার সমর্থকদের ওপর হামলা ও হিন্দু ভোটারদের হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আমিরুল ইসলাম মন্টু। গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মন্টু উল্লেখ করেছেন যে, তিনি ও তার সমর্থকরা চরম ধৈর্য ধারণ করলেও প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম রহমান শামীম বিভিন্নভাবে উসকানি দিয়ে আসছেন। তার নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে। ফরিদপুর ও আশপাশের গ্রামে মন্টুর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। ফরিদপুর গ্রামের লিটন ও গোবিন্দপুর গ্রামের শরিফুল ইসলাম রিফাতের নেতৃত্বে এ অপকর্ম করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, ফরিদপুর গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে তারা চরম আতঙ্কে রয়েছে। মন্টুর কর্মীদের মোবাইলে হত্যার হুমকি দিচ্ছে। গত ১৮ এপ্রিল রাতে দোয়ারপাড়া গ্রামে শামীম তার অফিসের সামনে দিয়ে নৌকা সমর্থকদের যেতে দেখে গালাগালি করে। পরে নিজেরা অফিস ভেঙে মন্টু ও তার সমর্থকদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে দাবি করা হয়। এ ঘটনায় মন্টুর কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। শুধু মামলা করেনি- ওই রাতেই মন্টুর সমর্থক দোয়ারপাড়ার চাঁদ আলীর বাড়িতে হামলা করে তার স্ত্রীকে মারধর করেছে। ফরিদপুরের সোনা মিয়ার বাড়িতেও তারা হামলা করেছে। এ হামলার ঘটনায় সোনা মিয়া মামলাও করেছে। এছাড়া নৌকা প্রতীকের অফিস ও জয়নাল মেম্বারের অফিসে হামলা করে ভাঙচুর করেছে বলেও উল্লেখ করা হওয়। মন্টুর কর্মী সমর্থকদের ওপর হামলা ও হিন্দু ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট দাবি জানানো হয়েছে।