মাথাভাঙ্গা মনিটর: অনুষ্ঠিত হয়ে গেল লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড। খেলাধুলার সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারকে বলা হয় স্পোর্টস অস্কার। এ বছর বিভিন্ন খেলার সেরা খেলোয়াড়দের পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। বছর জুড়ে ফুটবল মাঠে দাপট দেখানো লিওনেল মেসি আর বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে হারিয়ে লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন এ টেনিস তারকা। গত সোমবার রাতে জার্মানির রাজধানী বার্লিনে এক জমকালো অনুষ্ঠানে জোকোভিচ ও সেরেনার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ দু জনই গত বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের তিনটি করে জেতেন। লরিয়াস বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের পুরস্কারও গেছে টেনিসের দখলে জিতেছেন। টেনিসের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস যেতেন এই সম্মান। যুক্তরাষ্ট্রের ফুটবলার কার্লি লয়েড, জ্যামাইকার স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে হারিয়ে সেরা হন যুক্তরাষ্ট্রের সেরেনা। ক্যারিয়ারে তারা দু জনই এ পুরস্কার তৃতীয়বার করে জিতলেন। সেরেনা এর আগে ২০০৩ ও ২০১০ সালে জিতেছিলেন আর জোকোভিচ জিতেছিলেন ২০১২ ও ২০১৫ সালে।
গত মাসে ক্যান্সারে ভুগে মারা যাওয়া নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ও কোচ ইয়োহান ক্রুইফকে মরণোত্তর স্পিরিট অব স্পোর্ট সম্মান দেয়া হয়। সেরা ক্রীড়াবিদের পুরস্কারটি না পেলেও, সো এথলেটের পুরস্কারটি ঠিকই নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। অ্যাকশন স্পোর্টস পারসন নির্বাচিত হয়েছেন জার্মানির জ্যান ফোডেনো। আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন সাবেক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন নিকি লডা। বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে নিউজিল্যান্ড রাগবি দল। সেরা কামব্যাক পুরস্কারটিও পান এ দলের ড্যান কার্টার। ২০১১ সালের ইনজুরি কাটিয়ে এসে তিনি নিউজিল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বছরের সেরা ব্রেকথ্রু ছিলো মার্কিন গলফার জর্ডান স্পেথের।