ঝিনাইদহের কালীগঞ্জে পানি সাশ্রয় প্রযুক্তির ওপর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পানি সাশ্রয় প্রযুক্তির ওপর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ঈশ্বরবা গ্রামে এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক আয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ মো. আকরামুল হক। বিশেষ অতিথি ছিলেন, আইএফডিসির কৃষি বিশেষজ্ঞ ড. সালেহ আহমেদ, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করীম, কৃষক মিজানুর রহমান প্রমুখ।

মাঠ দিবসে বক্তরা বলেন, ডিজেল বাঁচানো, ভুগর্ভস্থ পানির স্থর রক্ষা করা ও পরিবেশ ভাল রেখে এআইডব্লিউডি প্রযুক্তির মাধ্যমে ফলন বেশি পাওয়া যায়। পানি সাশ্রয় প্রযুক্তি (এডব্লিউডি) ব্যবহার করা কৃষক মিজানুর রহমানের এডব্লিউডি ব্যবহার না করা জমি থেকে ধান কেটে ফলন পার্থক্য করা হয়। পার্থক্যে থেকে দেখা যায় এডব্লিউডি ব্যবহার করা জমিতে বিঘা প্রতি ধান পাওয়া গেছে ২৫ মন অথচ সেচ খরচ হয়েছে কম। অপরদিকে এডব্লিউডি পদ্ধতি ব্যবহার না করা জমিতে সেচ খচর হয়েছে বেশি আর বিঘা প্রতি ফলন হয়েছে ২১ মন। ইউএসএইড ও আইএফডিসির আয়োজনে এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।