মেহেরপুর ও গাংনীর এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের কর্মসূচি পালন : কলমবিরতি ও মানববন্ধন : চাকরি স্থায়ীকরণের দাবি

 

মাথাভাঙ্গা ডেস্ক: চাকরি স্থায়ীকরণসহ ১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে সাব রেজিস্ট্রার অফিসের এক্সট্রা মোহরার বা নকল নবিসেরা আন্দোলন শুরু করেছেন। গতপরশু চুয়াডাঙ্গাসহ দেশের অধিকাংশ জেলা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল মেহেরপুর ও গাংনীতে পালন করা হয়েছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, চাকরি স্থায়ীকরণের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস এবং ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণ দিবস কলম বিরতির ঘোষণা দিয়েছে এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা।  গতকাল সোমবার সকাল ১০টা থেকে কলমবিরতি কার্যক্রম পালন করে আসছেন তারা। দুপুর সাড়ে ১২টায় মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের হলরুমে নকল নবিসদের দাবি-দাওয়া সংবলিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান হিরনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হোসেন পিয়াস, সহসভাপতি আব্দুস সবুর, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ফিরোজ খান, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিফা আক্তার, সদস্য সাবিয়া, আব্দুল  মোমিন, তানিয়া আখতার, লিলিফা খাতুন, শিরিনা খাতুন, রাজিয়া খাতুনসহ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা আলোচনাসভায় অংশগ্রহণ করেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছে, চাকরি স্থায়ীকরণের দাবিতে মেহেরপুরের গাংনীতে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করেছেন সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত এক্সট্রা মোহরার (নকলনবিশ)। উপজেলা পরিষদের সমানে সড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দ্রুত চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে দুরবস্থার কথা তুলে ধরেন নকলনবিশরা। এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের গাংনী উপজেলা শাখার সভাপতি ইমারত হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য খাইরুল ইসলাম, হাফিজুর রহমান, মিজানুর রহমান ও গিয়াস উদ্দীনসহ গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশবৃন্দ।