মেহেরপুরের মুজিবনগর থেকে আটটি ককটেল উদ্ধার

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর থেকে ৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল নয়টার দিকে ওই গ্রামের কবরস্থানের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা কোন নাশকতা ঘটানোর লক্ষ্যে নিরাপদ স্থান হিসেবে কবরস্থানে কাছে ককটেলগুলো রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, সকালে পুরন্দরপুর গ্রামের কৃষকরা মাঠে যাওয়ার সময় কবরস্থানের প্রাচীরে কাছে ককটেলগুলো দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল সেখান থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি ও কাল স্কচ টেপ দিয়ে মোড়ানো ৩টি ককটেল উদ্ধার করা হয়। পানি-বালি ভর্তি পাত্রে ককটেলগুলো প্রাথমিক নিষ্ক্রিয় করে থানায় রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।