মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

 

মেহেরপুর অফিস: সেকায়েপ প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ওই উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন।