জয়ন্ত কুমার কুণ্ডুসহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় চুয়াডাঙ্গা ছাত্রদলের অভিনন্দন
স্টাফ রিপোর্টার: একজন সাংগঠনিক সম্পাদকসহ ২০ সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় জয়ন্ত কুমার কুণ্ডুকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতিসহ বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আযিমকে। এছাড়া সহসাংগঠনিক সম্পাদকরা হলেন- (ঢাকা বিভাগে) অ্যাডভোকেট আব্দুস সালাম আযাদ ও শহিদুল ইসলাম বাবুল, (চট্টগ্রাম বিভাগে) মাহবুবুর রহমান শামিম ও আবুল হাশেম বক্কর, (রাজশাহী বিভাগে) আব্দুল মমিন তালুকদার খোকা ও শাহিন শওকত, (খুলনা বিভাগে) অনিন্দ ইসলাম অমিত ও জয়ন্ত কুণ্ডু, (বরিশাল বিভাগে) আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, (সিলেট বিভাগে) সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কলিমউদ্দিন আহম্মেদ মিলন, (রংপুর বিভাগে) শামসুজ্জামান ও দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন, (কুমিল্লা বিভাগে) মোশতাক হোসেন ও আব্দুল আউয়াল খান, (ময়মনসিংহ বিভাগে) শরিফুল আলম ও ওয়ারেসার আলী মামুন, (ফরিদপুর বিভাগে) সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈইয়াম ও সেলিমুজ্জামান সেলিম।
এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি খুলনা বিভাগীয় ছাত্র রাজনীতির অন্যতম রূপকার বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পক্ষে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যারা তাদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রদলের সাবকে সভাপতি জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সাবেক প্রচার সম্পাদক হামিদুল হক টুটুল, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক হামিদুল হক টুটুল, তানভীর হোসেন রাজীব, ছাত্রদলের সাবেক নেতা খালেকুজ্জামান লিংকন, জেলা ছাত্রদলের সদস্য আমানুল্লাহ বাবুল, সাবেক সদস্য জাহিদ হোসেন জুয়েল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদুল হক মাসুদ, ও সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান।